আইডি কার্ড অনলাইন কপি কিভাবে ডাউনলোড করবেন ২০২৩

আইডি কার্ডের অনলাইন কপি পাওয়ার জন্য যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করেছেন তাদেরকে আইডি কার্ডের অনলাইন কপি প্রদান না করে এটা কোথায় গিয়ে কিভাবে সংগ্রহ করতে হবে সে বিষয়ে সঠিক দিক নির্দেশনা প্রদান করব। আপনার যদি আইডি কার্ড প্রয়োজন হয় এবং তথ্য নিবন্ধন করার পরও দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে বসে থাকেন তাহলে বলব যে শুধু ভোটার স্লিপের নাম্বার দিয়ে আপনারা আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।
তাছাড়া আপনাকে যদি সাময়িক আইডি কার্ড প্রদান করা হয় তাহলে সেই আইডি কার্ডের মেয়াদ শেষ হয়েছে বলে শুধু আইডি কার্ডের নাম্বার ব্যবহার করে এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করার ভিত্তিতে আপনারা এটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। যেহেতু স্মার্ট আইডি কার্ড প্রদান করতে দেরি হয়েছে সেহেতু সকলের ভোটার আইডি কার্ডের পেপার লিমিনেটিং ভার্সন ডাউনলোড করার ব্যবস্থা রেখেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন।
আমরা যেহেতু বড় হয়েছে সেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে অথবা বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা নিতে আমাদেরকে আইডি কার্ডের তথ্য উপস্থাপন করা লাগে। বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের পরিচয় প্রদান করার ক্ষেত্রে ছবি এবং ভোটার আইডি কার্ডের অনুলিপি প্রদান করার আগে এবং এটা খুবই কমন একটা ব্যাপার। তাই আপনি যখন ভোটার আইডি কার্ড ব্যবহার করতে চাইবেন এবং সেখানে যদি আপনার সেটা সাময়িক ভোটার আইডি কার্ড হয়ে থাকে অথবা ভোটার সেভ থাকার পরও যদি আইডি কার্ড সংগ্রহের না থাকে তাহলে এটা ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারবেন। নিচের দিকে আপনাদের এই অনলাইন আইডি কার্ড সংগ্রহ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
আইডি কার্ড ডাউনলোড করার বিষয়ে যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করেছেন তাদেরকে বলব যে এনআইডি ওয়ালেট নামক একটি সফটওয়্যার আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং এটা ডাউনলোড করে নিয়ে ইন্সটল করে রাখুন। এখন আপনাদের এই আইডি কার্ড সংগ্রহ করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/ এই লিংক ব্যবহার করুন এবং অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পরে সেখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার করুন নামক যে প্রথমে অপশন রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। তাহলে পরবর্তী পেজে গিয়ে আপনার আইডি কার্ডের নাম্বার অথবা ভোটার স্লিপ এর নাম্বার প্রদান করার পরে জন্ম তারিখ সংক্রান্ত তথ্য দিবেন এবং ক্যাপচা কোড পূরণ করবেন। প্রত্যেকটি পেজের তথ্য প্রদান করার পরে আপনারা পরবর্তী নামক যে অপশন নিচের ডান দিকে রয়েছে সেটার উপরে ক্লিক করবেন।
এভাবে আপনারা যখন পরবর্তী পেজে যাবেন তখন সেখানে আপনাদের ঠিকানা প্রদান করতে হবে এবং আইডি কার্ডে যে তথ্য নিবন্ধন করে ঠিকানা দিয়েছেন সেগুলো দিয়ে দেওয়ার পরে পরবর্তী পেজে যে মোবাইল নাম্বার দেখানো হবে সেটা চিনতে হবে। মোবাইল নাম্বার সচল থাকলে সেই নাম্বারে বার্তা পাঠান অপশন ক্লিক করতে হবে অথবা নাম্বার পরিবর্তন করে যাচাইকরন এসএমএস মোবাইল ফোনে নিতে হবে। এরপরে আপনাদেরকে পরবর্তীতে এনআইডি ওয়ালেট সফটওয়্যারে প্রবেশ করতে হবে এবং সেখানে প্রবেশ করে যার আইডি কার্ড সংগ্রহ করবেন তার মুখমন্ডল বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হবে এবং অ্যাপসের এই নির্দেশনা অনুসারে আপনারা কাজ সম্পন্ন করে ওয়েবসাইটে ফেরত আসবেন।
ওয়েবসাইটে ফেরত এসে একটি ইউনিক ইউজারনেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে এবং পাসওয়ার্ড শক্তিশালী হতে হবে। এভাবে প্রত্যেকটি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার পর সেখানে আপনার ছবি সম্বলিত একটা পেজ ওপেন হয়ে যাবে এবং ভোটার আইডি কার্ডের সময় যে ছবি তুলেছিলেন সেই ছবি সেখানে প্রদর্শিত হবে বলে আপনারা ভোটার আইডি কার্ডের একটি পরিপূর্ণ প্রোফাইল তৈরি করতে পারলেন। এভাবে কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর নিচের ডাউনলোড অপশনে যেতে হবে এবং আইডি কার্ডের অনলাইন কপি সেখান থেকে আপনারা পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করতে পারবেন এবং যেকোনো কাজের ক্ষেত্রে এটার অনুলিপি ব্যবহার করতে পারবেন।