জন্ম নিবন্ধন নাম সংশোধন করার নিয়ম ২০২৩
জন্ম নিবন্ধন সনদের বিভিন্ন তথ্যগত ভুল থাকার কারণে অনেকে আছেন যারা বর্তমান সময়ে তথ্য সংশোধন করছেন। যেহেতু এটি আপনার একটি ব্যক্তিগত পরিচয় পত্র এবং প্রাতিষ্ঠানিকভাবে আপনি এটা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন সেহেতু এটা যদি আপনার ভুল থাকে তাহলে অবশ্যই তথ্য সংশোধন করতে পারবেন। তবে তথ্য সংশোধন করার ক্ষেত্রে জোরালো কাগজপত্র লাগবে যার ভিত্তিতে আপনি প্রমাণপত্র দাখিল করার মাধ্যমে এটা সংশোধন করতে পারবেন।
তাই কারো যদি জন্ম নিবন্ধন সনদের নামের ভুল থাকে তাহলে জন্ম নিবন্ধন নাম সংশোধন করার নিয়ম সম্পর্কে আমাদের ওয়েবসাইটের এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন। আমরা আপনাদেরকে এই তথ্যগুলো জানিয়ে দেবো যাতে করে আপনারা জন্ম নিবন্ধনের নাম সংশোধন করার নিয়ম জেনে নিয়ে সেই অনুযায়ী আবেদন করতে পারেন এবং নাম সংশোধন করে নিয়ে বিভিন্ন কাজে আপনারা এটা ব্যবহার করতে পারেন।
বর্তমান সময়ে যারা জন্ম নিবন্ধন সনদ তৈরি করছে তাদেরকে প্রত্যেকটি তথ্য সঠিকভাবে প্রদান করতে হচ্ছে যাতে করে পরবর্তীতে তথ্য সংশোধন করার মতো কোনো ঝামেলা না থাকে। কিন্তু অতীতে যারা জন্ম নিবন্ধন সনদ তৈরি করেছে তারা একভাবে তথ্য লিপিবদ্ধ করেছে এবং পরবর্তীতে স্কুল সার্টিফিকেট এ আরেকভাবে তথ্য এসেছে অথবা কোথাও কোনো না কোনো ভুলের কারণে নামের ভুল হয়ে গিয়েছে।তাই আপনি যদি এই ধরনের সমস্যায় পতিত হয়ে থাকেন তাহলে তথ্য সংশোধন করতে হবে এবং তথ্য সংশোধন করার ক্ষেত্রে যে সকল কাগজপত্র আপনারা দাখিল করতে পারবেন সেগুলো অবশ্যই জোরালো সার্টিফিকেট অথবা জোরালো প্রমাণপত্র হিসেবে ভূমিকা রাখতে হবে।
তাই আপনার জন্ম নিবন্ধন সনদের নাম সংশোধন করার জন্য যে প্রক্রিয়া আমরা আপনাদেরকে জানিয়ে দেবো সে অনুযায়ী আপনারা তথ্যগুলো সাবমিট করবেন। প্রথমত আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে এবং সেখানে গিয়ে আবেদন করতে হবে। নাম সংশোধন করার ক্ষেত্রে টিকা কার্ড অথবা এসএসসি পরীক্ষার সার্টিফিকেট অথবা জাতীয় পরিচয় পত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে কোন না কোন একটি ডকুমেন্টস আপনার সংগ্রহে থাকতে হবে। তাই সর্ব প্রথমে আপনারা তথ্য সংশোধন করার জন্য https://bdris.gov.bd/br/correction এই লিংক কপি করে নিবেন এবং অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। সেখানে গিয়ে আপনার জন্ম নিবন্ধন সনদের তথ্য খুঁজে বের করতে হবে এবং আপনার হাতে যে জন্ম নিবন্ধন সমদ রয়েছে সেখান থেকে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সেই তথ্য খুঁজে বের করতে হবে।
আপনি যখন আপনার নাম খুঁজে পাবেন এবং সেই নাম যখন আপনার হবে তখন অবশ্যই কনফার্ম করতে হবে এবং পরবর্তী বেজে গিয়ে আপনার ঠিকানা সংক্রান্ত যে সকল তথ্য যা হবে সেগুলো অপশনের মাধ্যমে ধীরে ধীরে প্রদান করতে হবে। জন্ম নিবন্ধন সনদের তথ্য সংশোধন করার ক্ষেত্রে এই নিয়ম গুলো অনুসরণ করা বাধ্যতামূলক এবং পরবর্তী পেজে গিয়ে আপনার তথ্য সংশোধনের কোন ধাপগুলো অনুসরণ করতে চান তা নির্বাচন করবেন। যেহেতু আপনার নাম সংশোধন করা প্রয়োজন সেহেতু আপনারা সরাসরি আপনার নামের কোন অংশ ভুল হয়েছে এবং নামের যে ভুল তথ্য দেওয়া আছে সেটা উল্লেখ করার পাশাপাশি সংশোধিত তথ্য সেখানে উল্লেখ করতে হবে।
এরপরে প্রয়োজনীয় কাগজপত্র ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং কাগজপত্র নির্বাচন করলেই আপনাদের সেখানে আপলোডের অপশন প্রদান করা হবে। আবেদনকারীর তথ্যের জায়গায় আপনারা নিজেদের নাম এবং নিজেদের মোবাইল নাম্বার ব্যবহার করে ফি আদায় অপশনটি নির্বাচন করবেন। তাহলে আপনাদেরকে সরাসরি স্থানীয় সরকার বিভাগের কাছে সংশোধনের উপর নির্ভর করে 50 থেকে 100 টাকা আবেদন ফি জমা দিতে হবে। প্রয়োজনীয় আবেদনপত্র এবং কাগজপত্র নিয়ে জমা দিলেই তারা ওয়েবসাইট চেক করবে এবং আপনার তথ্য যদি সংশোধন হয়ে যায় তাহলে তারা তা প্রিন্ট আউট করে নিয়ে এবং চেয়ারম্যানের স্বাক্ষর প্রদান করে আপনাদের হাতে সংশোধিত জন্ম নিবন্ধন করবে। সকলকে এই পোষ্ট করার জন্য ধন্যবাদ জানিয়ে এটা শেষ করছি।